1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে আরো ১৩১ জন হোম কোয়ারেন্টাইনে - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে আরো ১৩১ জন হোম কোয়ারেন্টাইনে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মারচ, ২০২০

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহীতে আরও ১৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলার নয়টি উপজেলা মিলিয়ে এদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এ নিয়ে এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৫০৯ জন। তবে এখন পর্যন্ত রাজশাহীতে করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৯১ জন, বাঘায় সাতজন, পুঠিয়ায় পাঁচজন, বাগমারায় সাতজন, মোহনপুরে ১২ জন, তানোরে একজন, পবায় দুইজন এবং গোদাগাড়ীতে ছয়জনকে হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে। আগামী ১৪ দিন তারা বাড়িতেই থাকবেন।

এদের মধ্যে ভারত ফেরত ১১১ জন, দুবাই ফেরত দুইজন, কাতারের একজন, কঙ্গো ফেরত একজন, উমান ফেরত একজন, সৌদি আরবে দুইজন, ইন্দোনেশিয়া ফেরত তিনজন, মালেশিয়ার একজন, চীন ফেরত পাঁচজন, আলজেরিয়া ফেরত একজন, জাপান ফেরত একজন, থাইল্যান্ড ফেরত একজন ও ফিলিপাইন থেকে দুইজন এসেছেন।

গত ১ মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে রাজশাহী এসেছেন এক হাজার ৩৪৪ জন। এদের মধ্যে এখন পর্যন্ত রাজশাহী জেলায় মোট ৮৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৩৮০ জনকে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST