নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৮০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, গাজিপুর সদর উপজেলার কানদুলি গ্রামের সাবের আলীর ছেলে মাসুদ (২৮) ও গাইবান্ধা জেলার সাঘাটা দীঘলকান্দি গ্রামের মৃত নাজিমের ছেলে আব্দুস সামাদ (৫৬)।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, রোববার দিবাগত রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আমবাহী ট্রাকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমান ফেন্সিডিল পাঁচার হচ্ছে। খবর পেয়ে ডিবির পুলিশ পরিদর্শক খাইরুল ইসলামের নেতৃত্বে নগরীর
কাশিয়াডাঙ্গা থানাধীন রহমান পেট্রোল পাম্পের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে ৩ টন মাল বহনকারী মিনি ট্রাকটিকে থামানো হয়। এরপর ২৮৭ টি আম ভর্তি প্লাস্টিকের ক্যারেট নামিয়ে তল্লাশী করা হয়। তল্লাাশীকালে ২২ (বাইশ) টি নীল রংয়ের প্লাস্টিকের ক্যারেটের মধ্যে খবরের কাগজে মোড়ানো আম ও ফেন্সিডিল একত্রে অভিনব কৌশলে সাজানো অবস্থায় ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ট্রাকসহ আম ও ফেন্সিডিল জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। জব্দকৃত ট্রাকের মূল্য ২৫ লাখ টাকা ও আমের মূল্য ৭৯ হাজার ৫০০ টাকা। এ সংক্রান্তে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমকে