নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অবস্থিত আবাসিক হোটেল স্টার থেকে খদ্দের, যৌন কর্মী ও হোটেল ম্যানেজারসহ ৯ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে সোয়া ২টার দিকে আবাসিক হোটেল স্টার ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক প্রত্যেকেই যুবক ও যুবতী।
আটককৃতরা হলো, হোটেল স্টার ইন্টার ন্যাশনাল এর ম্যানেজার ও রাজশাহীর বাগধানী এলাকার নুরুল ইসলামের ছেলে নাইম ইসলাম (২৩), পবা থানার পিল্লাপাড়া গ্রামের নজরুলের ছেলে আশফাকুর (২৯), বগুড়া সদর উপজেলার ওয়াদুদুল ইসলাম (২৮), কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়া এলাকার সামসুর রহমান (৪৩), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক হোল্ডিং নং-৮৭ এর সিরাজ উদ্দিন আহমেদের মেয়ে আইরিন হালিমা সৈয়দা (৩৭),
আরএমপির এয়ারপোর্ট থানার বায়া এলাকার রাজু আহমেদের স্ত্রী জান্নাতুন ফেরদৌস (২৪), রাজপাড়া থানার কোর্ট স্টেশন এলাকার শরিফুল ইসলামের মেয়ে সুরাইয়া শরিফ সম্পা (২০), নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এরাকার মুঞ্জুর হোসেনের ছেলে উমর ফারুক@রাসেল (৩২) ও এয়ারপোর্ট থানার বায়া এলাকার সবুজ রহমানের স্ত্রী মেরিনা খাতুন (২৮)।
নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে