রাজশাহী মহানগর ও আশেপাশের এলাকায় হালকা বাতাসের সাথে বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
সোমবার রাত সোয়া ৯টার পর থেকে রাজশাহীর আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ পর শুরু হয় বাতাসের সাথে বৃষ্টি হয়। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই নগরজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ না থাকায় নগরী কালো অন্ধকারে ঢেকে যায়।
হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কারণে পথচারীরা রাস্তায় আঁটকা পড়ে। অনেক পথচারীকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত এক সপ্তাহ আহে মৌসুমের প্রথম বৃষ্টি হয়। এর দু’দিন পরেই আবার ঝড় ও বৃষ্টি হয়। তবে গত তিন আগে রাজশাহী বৃষ্টির সাথে শিলা পড়ে। এতে আমের ব্যাপক ক্ষতি হয়।