রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি সহ স্টেশন সংস্কারের দাবিতে আড়াই ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে স্থানীয় ৪টি ইউনিয়নের গ্রামবাসী। বুধবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত নন্দনগাছিতে রেলপথ অবরোধ করে রাখে তারা। এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গন্তব্যের ৪ টি ট্রেন যাত্রীদের নিয়ে আটকা পড়ে।
এদিন রেলপথ অবরোধ চলাকালে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ তার সমর্থকদের নিয়ে এসে আন্দোলনকারীদের রেল লাইন সরে যেতে বললে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সেখানে পুলিশ সহ উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হন। পরে তার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আন্দোলনকারীরা রেল লাইন ছেড়ে সরে দাঁড়ায়। তবে আগামী ১৬ জুনের মধ্যে নন্দনগাছি স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত না হলে আবারও রেলপথ আবরোধের হুশিয়ারি দেন গ্রামবামী।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।