নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে উগ্রবাদি লিফলেট ও রিমোট কন্ট্রোল ডিভাইজসহ নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি নওগাঁ জেলার মান্দা থানার তুরগবাড়িয়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে হাসানুজ্জামান ফয়সাল (১৯)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
রাজশাহী মহানগর শাহ্্মখদুম থানাধীন আমচত্ত¡র এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য হাসানুজ্জামান ফয়সাল কে উগ্রবাদি লিফলেট ও রিমোট কন্ট্রোল ডিভাইজসহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমকে