নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের ব্যবস্থাপনায় ও
জেলা পুলিশের আয়োজনে ’আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশীপ-১৭ ফাইনাল ম্যাচ
ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঞার সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান
পিপিএম। আরো উপস্থিত ছিলেন, আরএমপির ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী সহ
জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আরএমপি ও ৪র্থ এপিবিএন (আর্মড
পুলিশ ব্যাটালিয়ন), বগুড়ার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায়
আরএমপিকে হারিয়ে জয়ী হয় ৪র্থ এপিবিএন, বগুড়া। খেলা শেষে প্রধান অতিথি
পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ক্রীড়া মানুষের
শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং সকলের ক্রীড়াচর্চা করা উচিত।
উল্লেখ্য গত পহেলা ডিসেম্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। আরএমপি
রাজশাহী, রেঞ্জের ৮টি জেলা পুলিশ ও পুলিশ একাডেমী, সারদার দল এ
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
খবর২৪ঘণ্টা/এমকে