নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তল, পাইপগান, ম্যাগজিন ও গুলিসহ আলমগীর শেখ (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি নাটোর জেলার নলডাঙ্গা থানার নলডাঙ্গা পূর্ব সোনাপাতিল গ্রামের মকবুল শেখের ছেলে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর মতিহার থানাধীন বামনশিকড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর মতিহার থানাধীন বামনশিকড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, পাইপগান, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আলমগীরকে আটক করে। এ ব্যাপারে নগরীর মতিহার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর