সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ৪ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অস্ত্রসহ আটক দুই ছাত্রলীগ নেতাকে বহিস্কার

omor faruk
অক্টোবর ৪, ২০১৮ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সংবাদপত্রের কর্মীকে গুলি ও অস্ত্রসহ আটক ছাত্রলীগের দুই নেতাকে তিন মাসের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে। সেই সাথে স্থায়ী বহিস্কারের সুপারিশ, কেন্দ্রে পাঠানো হয়েছে। রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব স্বাক্ষরিত একটি সুপারিশ পত্র ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়েছে বলে জানিয়েছেন তারা। সাময়িক বহিস্কৃতরা হলেন, মহানগর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক সবুজ আহমেদ (২৩) ও উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফু রহমান আরিফ (২৫)। গত ২৭ অক্টোবর নগরীর রাণীবাজার এলাকায় তরুণ সাংবাদিক অন্তরকে গুলি করে পালানোর সময় জনগনের হাতে ছাত্রলীগের এই দুই নেতা সবুজ ও আরিফ অস্ত্রসহ আটক হন। এ সময় তাদের চালানো গুলিতে অন্তর (২০) নামের তরুণ সাংবাদিক আহত হন। জুয়ার সংবাদ প্রকাশের জের ধরে তারা সংবাদ কর্মীর উপর হামলা চালিয়ে অস্ত্র প্রদর্শন ও গুলি ছুঁড়ে। ঘটনার পর থেকে আটক সবুজ ও আরিফ কারাগারে এবং আহত অন্তর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সবুজ ও আরিফের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলাসহ হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বোয়ালিয়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। যার একটির বাদি রয়েছেন দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরে ইসলাম মিলন ও অপর মামলাটির বাদী পুলিশ। রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব বলেন, অস্ত্র প্রদর্শন ও গুলি ছুঁড়ার অভিযোগে গত ২ সেপ্টেম্বর সবুজ ও আরিককে তিন মাসের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে। তবে এখনো কেন্দ্র থেকে কোন আদেশ আসেনি। রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, গত ২৭ সেপ্টেম্বরের ঘটনা রাজনীতিক ছিল না। সেটি ছিল ব্যক্তিগত। তবে অস্ত্র প্রদর্শন ও গুলি করার অভিযোগে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সবুজ ও আরিফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের স্থায়ী বহিস্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়। দু-একদিনের মধ্যে তাদের বহিস্কারের আদেশ আসবে বলেও জানান তিনি।

খবর ২৪ ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।