নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী পবা উপজেলা খোলাবোনা এলাকার আলী মোহাম্মদের পুত্র আরমান আলীর বিরুদ্ধে নগরীর ২৯ নং ওয়ার্ডের রফিকুর ইসলামের বাড়ীর হোল্ডিং নম্বর ব্যবহার করে জাতীয় পরিচয় পত্র করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাসমারী এলাকার মৃত রয়েজ উদ্দিনের পত্র রফিকুল ইসলাম বাদী হয়ে সিএসএম আদালতে মামলা দায়ের করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, খোলাবোনা এলাকার আলী মোহাম্মদের পুত্র আরমান আলী তার বাড়ীর ১৩৫ নম্বর হোল্ডিং ব্যবহার করে জাতীয় পরিচয় পত্র করেন। সেই পরিচয় পত্র ব্যবহার করে ভোটার এবং কাজী অফিসের লাইসেন্স করেন। তিনি পেশায় একজন কাজী। ২৯ নং ওয়ার্ডের তার কোন স্থাবর অস্থাবর কোন সম্পত্তি নেই। অথচ তিনি ওই হোল্ডিং নম্বরের ব্যবহার করে অনেক কাজ করেছেন। যা দ-বিধি আইনের ৪০৬ ও ৪২০ ধারা অপরাধ করেছেন। বাদীর বাড়ীর হোল্ডিং ব্যবহার করার ফলে তার (বাদীর) ব্যক্তি জীবন, কর্মজীবন ও রাষ্ট্রিয় ভাবে তার ক্ষতির আশংকা করছেন।
খবর২৪ঘণ্টা/এমকে