নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে খুন করে লাশ মাটি চাপা দেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র এয়ারপোর্ট থানা পুলিশ৷
রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত অটো চালকের নাম সিরাজুল ইসলাম (৫৫)। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে। নিহত ওই অটোরিকশা চালককে হত্যার পরে মরদেহ একটি কালাই খেতে পুঁতে রাখে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় । এ হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকতার।
আটকৃতরা হলেন- নগরীর সাগরপাড়া এলাকার মিলনের ছেলে শুভ (১৯), শাহমখদুম থানার ভুগরইল খবিরের মোড়ের আকবর হোসেনের ছেলে রাতুল (১৯) এবং এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে ফিরোজ (২২)।
ওসি জানান, আটককৃতরা সোমবার সকালে রাজশাহীর গোদাগাড়ী ভাগাইলা এলাকায় গিয়ে অটোরিকশাটি বিক্রির চেষ্টা করে। এ সময় তাদের কথাবার্তা সন্দেহজনক হলে লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে গোদাগাড়ী থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের বিষয়টি উঠে আসে।
ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
বিএ…