নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে অগ্নিদগ্ধ হয়ে আহত নারী মনোয়ারা বেগম ৫০ এর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি তানোর উপজেলার সংকরপুর গ্রামের বাসিন্দা। গত রোববার রাতে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সকালে মনোয়ারা নিজ বাড়িতে রান্না করছিলেন। এ সময় চুলোর
আগুন তার শাড়ির আঁচলে ধরে যায়। মুহূর্তের মধ্যে তা পুড়ো শরীরে ধরে অগ্নিদগ্ধ হয়ে আহত হন। পরে পরিবারের লোকজন আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।
খবর ২৪ ঘণ্টা/আর