নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিভিন্ন প্রকার অগ্নিকান্ড নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ভদ্রা এলাকার বস্তিতে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আহসানুল কবির। মহড়ায় দেখানো হয় গ্যাস সিলিন্ডারের আগুন কিভাবে ৪পদ্ধতিতে নির্বাপন করা যায়, ছোট খাটো তেলের আগুন নিভানো প্রভৃতি। এসময় উপস্থিত ছিলেন বস্তিবাসী। মহড়ায় অংশ নেয়া আবুল হোসেন বলেন, মহড়াটি দেখে ও অংশ নিয়ে আমার খুব উপকার হলো। আমি শিখতে
পারলাম কিভাবে আগুন নিভাতে হয়। এখন যদি আমার বাড়িতে বা অন্য কারো বাড়ির গ্যাস সিলিন্ডার বা অন্যকোন আগুন লাগে তাহলে আমি সহজেই নিভাতে পারবো।মহড়ায় অংশ নেয়া আরেকজন বস্তির বাসিন্দা রোজিনা বলেন, মহড়ায় অংশ নিয়ে আমার সাহস বেড়ে গেছে। আমরা মেয়েরা যখন বাড়িতে রান্না করি তখন অনেকের বাড়িতে পুরুষ মানুষ থাকেনা। আমাদের একা একা রান্না করতে হয়। এসময় আগুন লাগলে আমাদের জানা থাকলে আমরা সাহসের সঙ্গে আগুন নির্বাপন করতে পারবো। তাহলে ক্ষতি তেমন হবে না। নইলে পুুরুষ মানুষ ডাকতে ডাকতে অগ্নিকান্ডের কারণে অনেক ক্ষতি হয়ে যায়।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।