খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: রাজধানীর ডেমরা এলাকায় দুই রোহিঙ্গা নারীসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। বুধবার রাতে ডেমরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়তে সাহায্য করার দায়ে দুই দালাল আটক করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ