ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

admin
ডিসেম্বর ১১, ২০১৭ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীতে হাফেজ মো. শফিকুল ইসলাম (২৭) নামে এক মাদ্রাসার প্রিন্সিপালের মৃত্যু হয়েছে। কদমতলীর ধনীয় এলাকায় হাফেজ শফিকুল ইসলাম কদমতলী থানাধীন ধনীয় ক্লাব সংলগ্ন আল-কারিম বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল ও শরীয়াতপুরের পালং উপজেলার আব্দুস সালামের ছেলে।

আজ দুপুর ২টার দিকে ওই মাদ্রাসায় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই হাবিবুর রহমান জানান, মাদ্রাসায় শিক্ষাদানের সময় হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।