ঢাকারবিবার , ১৭ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিএনপির বিজয় র‌্যালি দুপুরে

admin
ডিসেম্বর ১৭, ২০১৭ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে আজ রবিবার রাজধানীতে একটি বিজয় র‌্যালি করবে বিএনপি। দুপুর ২টার দিকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই র‌্যালিটি বের হবে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এই র‌্যালিতে যোগ দেবেন। এই র‌্যালিকে কেন্দ্র করে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো শোডাউন করবে বলে জানা গেছে।

শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের এই র‌্যালিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সারাদেশে সব পর্যায়ের নেতাকর্মীদের ‘মিথ্যা’ মামলায় হয়রানির প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরীসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশেরও ডাক দিয়েছে বিএনপি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।