খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শান্ত (২০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওয়ারী থানার দুই উপ-পরিদর্শক (এসআই) শুকান্ত বিশ্বাস ও (এসআই) রকিবুল ইসলাম। তারা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারা যান।
ওয়ারী থানা পুলিশের সাব উপ-পরিদর্শক (ডিউটি অফিসার) তামান্না জানান, রাত ১২টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন ডাকাত আহত হয়। একইসাথে আমাদের পুলিশের দুই সদস্যও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
ওয়ারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, সোমবার রাত ১২টার দিকে একদল ডাকাত গোপীবাগ রেলগেইট এলাকায় জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এ সময় শান্ত গুলিবিদ্ধ হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ডাকাত দলের সদস্য আহত শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা, জেএন