খবর২৪ঘণ্টা.কম: রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক যুবক (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে খিলগাঁওয়ের নন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান পিপিএম জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা ওই যুবক নিহত হন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন