খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩৬) নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঈদগাহ মাঠের সামনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
কামরাঙ্গীরচর থানার ওসি শাহিন ফকির বলেন, গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সদস্যরা। সেখান থেকে ট্রাউজার ও লাল গেঞ্জি পরিহিত ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন তারা।
রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয়ও পাওয়া যায়নি।
খবর ২৪ঘণ্টা/ নই