খবর ২৪ ঘণ্টা ডেস্ক:রাজধানীর আফতাব নগরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিবি – উত্তর) সঙ্গে ‘মাদক ব্যবসায়ী’দের বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। বুধবার (২৭ মার্চ) রাত তিনটার দিকে আফতাব নগরে এই ঘটনা ঘটে। ডিবি উত্তরের উপ-কমিশনার মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘কয়েকজন মাদক চোরাকারবারী রাতে মাদক কেনবেচা করছিল, এমন তথ্যের ভিত্তিতে আফতাব নগরে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি করে পালাচ্ছিল। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। কিছুক্ষণ পর দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ৫০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া এই ঘটনায় দুইজনকে গ্রফতার করা হয়েছে। এরা সবাই সন্ত্রাসী টারজান বাহিনীর সদস্য বলে জানিয়েছে ডিবি।
খবর২৪ঘণ্টা, এমকে