খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট আবাসিক এলাকায় আশরাফুজ্জামান বিপ্লব (২৭) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্রচণ্ড রকমের হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাত ৮টার দিকে ৫ নম্বর রোডের ডি ব্লকের ১০৬ নম্বর বাসা থেকে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যায়।
রামপুরা থানার এসআই আবু সিদ্দিকুর রহমান বলেন, প্রচণ্ড রকমের মানসিক অবসাদে ভুগছিলেন বিপ্লব। এই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, বিপ্লব দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাকে মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছিল। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
ঢামেক হাসপাতালে বিপ্লবের মামাতো ভাই মনির হোসেন জানান, ঢাকায় বড় বোনের বাসায় থেকে ধানমণ্ডির একটি বেসরকারি বিশ্ববিদালয়ের কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করত বিপ্লব। নানা রকম হতাশার কারণে বেশ কিছু দিন ধরে তার মানসিক সমস্যায় ভুগছিল বিপ্লব। এজন্য তাকে ডাক্তারও দেখানো হয়েছিল। এই হতাশা থেকেই সম্ভবত আত্মহত্যা করেছে বিপ্লব।
চার বোন দুই ভাইয়ের মধ্যে সবার ছোট বিপ্লব। তার বাবার নাম কবির আহমেদ। তার গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার নবীনগরে।
খবর২৪ঘণ্টা.কম/রখ