সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাবর আলী, জয়নাল আবেদীন, মাকসুদা নাসরীন ও জয়নুল ইসলামকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ পদায়ন করা হয়। তাঁরা গত ২২ ও ২৩ মার্চ ২০২১ তারিখে ব্যাংকে যোগদান করেন। রাকাব-এ যোগদানের পূর্বে বাবর আলী, জয়নাল আবেদীন ও মাকসুদা নাসরীন কর্মসংস্থান ব্যাংকে এবং জয়নুল ইসলাম বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এ উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
বাবর আলী গত ২২.০৮.১৯৯৩ তারিখে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে ২৯.০১.২০০১ তারিখে কর্মসংস্থান ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন। জয়নাল আবেদীন ২৬.০৫.১৯৯০ তারিখে সিনিয়র অফিসার হিসেবে গ্রামীণ ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২৯.০৫.২০০০ তারিখে কর্মসংস্থান ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন। মাকসুদা নাসরীন ১১.০৬.১৯৯৪ তারিখে সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন
(বিসিক)-এ চাকুরী জীবন শুরু করেন এবং পরে তিনি ০৯.০৫.২০০০ তারিখে কর্মসংস্থান ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন। মোঃ জয়নুল ইসলাম ১২.০৮.১৯৯৫ তারিখে আইন অফিসার হিসেবে হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এ তাঁর কর্মজীবন শুরু করেন। পূর্ববর্তী চাকুরীতে মহাব্যবস্থাপকগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সাথে তাঁদের দায়িত্ব পালন করেন।
এস/আর