1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রহনপুর ইউপি ভবনে রহস্যজনক চুরি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জানয়ারী ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

রহনপুর ইউপি ভবনে রহস্যজনক চুরি

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর (প্রস্তাবিত নন্দীপুর) ইউপি ভবনের ১০টি তালা ভেঙ্গে চুরির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। গত শুক্রবার রাতে রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের বংপুরে অবস্থিত ইউপি ভবনে এ ঘটনা ঘটে।

রহনপুর ইউপি চেয়ারম্যান সাজাহান আনসারী মামলত জানান, গত শুক্রবার রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ইউপি ভবনের বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে ফাইলপত্রসহ আসবাপত্র তছনছ করে। এ সময় তারা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের একটি ডিজিটাল ক্যামেরা ও দ্বিতীয়তলায় অবস্থিত তার বিশ্রামাগারে রক্ষিত একটি আংটি নিয়ে যায়। বিষয়টি গোমস্তাপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিন জানান,খবর পেয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক শাহ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান জানান,ঘটনাটি আমি শুনেছি,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। তবে ইউপি ভবনে ঘটনার সময় একজন গ্রাম পুলিশ অবস্থান করলেও দূর্বৃত্তরা ইউপি ভবনে প্রবেশ করে প্রতিটি কক্ষের তালা ভেঙ্গে কিভাবে তান্ডব চালায় তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST