খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে রোজার শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসটি শুরুর প্রাক্কালে মঙ্গলবার এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।
বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ মুসলমানদের উদারতা আমেরিকার জনজীবনকে ধর্মীয় সম্প্রীতির অনন্য মহিমায় উদ্ভাসিত করছে। রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে আমি সকল মুসলমানের প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি। একইসঙ্গে আমেরিকাসহ সারাবিশ্বে মুসলিম সম্প্রদায়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কারণ, এ মাসেই মুসলমানেরা রোজাব্রত পালন করেন, কম-ভাগ্যবানদের পাশে দাঁড়ান, সেবামূলক কর্মসূচিতে লিপ্ত হন।’
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।