খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: করণের বেস্ট স্টুডেন্ট যে বরুণ ধাওয়ান। তা প্রমাণ হয়ে গেল আরও একবার। ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ দিয়ে যে সফর শুরু হয়েছিল ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ হয়ে তা নতুন রুট ধরতে চলেছে।
ঠিক ধরেছেন আবার একসঙ্গে করণ-বরুণ। তবে এবার আর মিষ্টি প্রেমের গল্প নয়। ছবির নাম ‘রণভূমি’। ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক খৈতান।
ধর্মা প্রোডাকশনের আপকামিং সিনেমা রণভূমি। সোমবার করণ জোহার নিজেই ট্যুইট করেছেন ছবির নাম ও রিলিজ ইয়ার৷ ২০২০-এর দিওয়ালিতে মুক্তি পাবে ‘রণভূমি’। যেখানে মুখ্যভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে৷ তবে নায়িকা চরিত্রে কে থাকবেন! তা এখনও প্রকাশ্যে জানাননি কেউই৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে ছবির কলাকুশলীদের মুখ থেকে পর্দা উঠবে বলে জানিয়েছেন প্রযোজক জোহর৷
করণ জোহার ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, “খুব গর্বিত হলাম ‘রণভূমি’র ঘোষণা করে৷ হৃদয় স্পন্দিত একটি সলিড সিনেমা৷ শশাঙ্ক খৈতান এবং বরুণ ধাওয়ান জুটির এটা তৃতীয় কাজ। ছবিটি ২০২০-র দিওয়ালিতে রিলিজ করবে৷ বাকিটা খুব তাড়াতাড়ি জানান হবে।”
এর আগে করণ জোহারের একাধিক সিনেমাতে অভিনয় করেছেন বরুণ। প্রত্যেকটি ছবিতেই প্রযোজক এবং অভিনেতার কেমিস্ট্রিতে বক্স অফিসে সাফল্য পেয়েছিল৷ অন্যদিকে, শশাঙ্ক খৈতানের পরিচালনায় ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ও ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে বরুণ ধাওয়ানকে দেখা গিয়েছিল মুখ্য ভূমিকায়৷ এবারে এই তিনজনের কেমিস্ট্রি কতটা সফল হয় এখন সেটাই দেখার৷
খবর২৪ঘণ্টা.কম/রখ