খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: রণবীর–দীপিকার বিয়ের দিন প্রায় ঠিক করে ফেলেছেন তাঁদের মা–বাবা। শোনা যাচ্ছে আগামী ৩–৪ মাসের মধ্যেই দুই হাত এক হচ্ছে। ইতিমধ্যেই নাকি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন দীপিকা। লন্ডনে রণবীরের মা–বাবার সঙ্গে চুটিয়ে শপিং করছেন তিনি। রণবীর যদিও সঙ্গ দিতে পারছেন না। তিনি ব্যস্ত রয়েছেন শ্যুটিং। জোয়া আখতারের ছবির শ্যুটিং চলছে মুম্বইয়ে।
সূত্রের খবর কয়েকদিন আগেই রণবীর এবং দীপিকার মা–বাবা পাকা কথা বলে এসেছেন। বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে রণবীরের বাড়িতে পাকা কথা বলতে গিয়েছিলেন দীপিকার মা–বাবা। ওরলিতে তাঁরা খাওয়া দাওয়াও সেরেছেন একসঙ্গে। সূত্রের খবর বিয়ের দিন নিয়ে এখনই কোনও তথ্য না দিলেও কোথায় বিয়ে হবে এই নিয়ে দুই পরিবারের মধ্যে মতভেদ রয়েছে। দীপিকার মা–বাবা চান বিরাট–অনুষ্কার ধাঁচে ডেস্টিনেশন ওয়েডিং। অন্যদিকে রণবীরের মা–বাবা চাইছেন মুম্বইয়ে পরিবারের সকলকে নিয়ে ধুমধাম করে ছেলের বিয়ে দিতে।
দক্ষিণী মতেই বিয়ে হবে তাঁদের সে খবর সুনিশ্চি। তারপর বলিউডের সেলিব্রিটিদের জন্য থাকবে গ্র্যান্ড রিসেপশন।
খবর২৪ঘণ্টা.কম/নজ