খবর২৪ঘন্টা ডেস্ক:
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
এইচ এম এরশাদের শহরে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণের বেশি ভোটে জয়ী হন লাঙ্গল প্রতীকের প্রার্থী।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ১৯৩টি কেন্দ্রের সবক’টির ফল নিয়ে পর পুলিশ কমিউনিটি হলে বসানো নিয়ন্ত্রণ কক্ষে সবার সামনে আসেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।
তাতে দেখা যায়, লাঙ্গল প্রতীকে মোস্তফা পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বিদায়ী মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট।
তার পেছনেই আছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা; তার ভোট ৩৫ হাজার ১৩৬।
এই নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ৪ লাখ। তার মধ্যে বেলা দেড়টা পর্যন্ত ৪৬ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়ে সুভাষ বিকালে বলেছিলেন, শেষ পর্যন্ত ভোটদানের হার ৭০ শতাংশ হতে পারে বলে তারা আশা করছেন।
কোনো কেন্দ্র থেকেই গোলযোগের কোনো খবর আসেনি, যাকে নজিরবিহীন বলছেন ভোটাররা।
ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাও বলেছেন, ‘সুষ্ঠু ও সুন্দর’ পরিবেশে উৎসবের আমেজে ভোট হওয়ায় কমিশন ‘সন্তুষ্ট’।
ভোট নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো অভিযোগ না থাকলেও বিএনপি বলেছে, সুষ্ঠু ভোট আয়োজনে ব্যর্থ হয়েছে ইসি।