সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রংপুরের টার্গেট ১৩৮ রান

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৬, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। ফলে জয়ের জন্য রংপুরের রাইডার্সের টার্গেট দাঁড়িয়েছে ১৩৮ রান।

মঙ্গলবার দুপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেন দুই ওপেনার সুনীল নারাইন ও এভিন লুইস। পারেনি পরের তিন ব্যাটসম্যান জো ডেনলি, জহুরুল ইসলাম ও মোসাদ্দেক হোসেনও। ফলে ৫০ রান পূর্ণ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। সেখান থেকে মেহেদি মারুফকে সাথে নিয়ে লড়াই করেন দলীয় অধিনায়ক সাকিব। তবে মারুফ ২৩ বলে ৩৩ রান করে ফিরে গেলেও অপরাজিত ৩৩ বলে ৪৭ রানের ঝলমলে ইনিংস খেলে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।

রংপুর রাইডার্সের হয়ে রুবেল হোসেন ও ইবাদত হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক, স্যামুয়েল বদ্রি ও নাহিদুল ইসলাম।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।