1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যৌনকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য! সমস্য়ায় রণবীর-অনুষ্কা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

যৌনকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য! সমস্য়ায় রণবীর-অনুষ্কা

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুন, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডট কম বিনোদন: রণবীর কাপুর অভিনীত সঞ্জু ছবি দেখার অপেক্ষায় মুখিয়ে সিনেমাপ্রেমীরা৷ ছবি মুক্তি পেতে সময়ের অপেক্ষা৷ আর তার আগেই ফের সমস্যায় জড়াল ছবির দুই অভিনেতা-অভিনেত্রী, রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মা এবং পরিচালক রাজকুমার হিরানির নাম৷

সঞ্জু ছবিতে যৌনকর্মীদের নিয়ে রণবীরের একটি বক্তব্য থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত বলে জানা গিয়েছে৷ The National Commission of Women-এর কাছে এই নিয়ে একটি অভিযোগও জমা পড়েছে৷

প্রসঙ্গত, এই সঞ্জু ছবির হাত ধরেই কেরিয়ারের সেরা ছক্কাটা মেরে ফেলেছেন রণবীর কাপুর! আগেই মুক্তি পেয়েছে ‘সঞ্জু’ টিজার। যা দেখার পর হতবাক সকলেই৷ এ যেন রণবীর নন, সঞ্জয় দত্তই উঠে াসছেন প্রতিটি ফ্রেমে চোখের সামনে৷

যাঁরা শুরু থেকে রণবীরে নাক সিঁটকোচ্ছিলেন, তাঁদের মুখে যেন সপাটে চড় মেরেছে ‘সঞ্জু’ টিজার। তবে শুধু সিনে সঞ্জয় নয়! ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও যে এই ছবিকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই মত অনেকের, যদিও ছবি মুক্তির প্রতীক্ষায় প্রহর গুনছে৷

ঝাঁ চকচকে গ্ল্যামারের দুনিয়া থেকে গরাদের পেছনের অন্ধকার জগত! সফলতা, প্রেম, ব্যর্থতা, ফের ঘুরে দাঁড়ানও-বর্ণময় সঞ্জয়ের জীবন। যাতে রয়েছে বিনোদনের সব রসদই। আর সেই নিয়ে পর্দায় কাহিনি বুনেছেন রাজকুমার হিরানি।

টিজার বা গান মুক্তির আগে মাঝে মাঝে ট্যুইটারে, পাপরাৎজির ক্যামেরায় ধরা অবশ্য পড়েছিল রণবীরের সঞ্জু লুক। কিন্তু তা এতটা স্পষ্ট ছিল না। তাই টিজার দেখার পর রণবীদের প্রশংসায় পঞ্চমুখ গোটা সিনেমহল। আর হবেন নাই বা কেন! এই চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন ‘রকস্টার’। সঞ্জয় দত্তের হাঁটা চলা থেকে শুরু করে চোখের চাহনি, কথা বলার ধরণ হুবহু কপি করেছেন তিনি। আর এরজন্য রীতিমতো সঞ্জয় দত্তের সঙ্গে নাকি সময়ও কাটিয়েছেন তিনি৷

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST