খবর২৪ঘণ্টা ডেস্ক: যশোর-৪ আসনের (বাঘারপাড়া) নারকেলবাড়িয়া পশ্চিমা কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আজ সকাল ৮টায় ভোট শুরুর পরপরই তাদের কেন্দ্র থেকে বের করে দেয় সরকার সমর্থকরা। এ কারণে ভোটাররাও ভয়ে কেন্দ্রে প্রবেশ করছেন না। কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ভোট শুরুর আগেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে বিএনপির এজেন্টরা। এর মিনিট কয়েক পরেই কেন্দ্রে নৌকার সমর্থিত একটি গ্রুপ ভোটকেন্দ্রে প্রবেশ করে তাদের মারধর করে বের করে দেয়। কিছুক্ষণ পর আবারও কেন্দ্রে গেলে গলাধাক্কা দিয়ে বের করে দেয়।
এদিকে কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ওই কেন্দ্রর ৬টি বুথে ৬ জন নৌকার এজেন্ট, দুইজন লাঙ্গলের এজেন্ট থাকলেও কোন বিএনপি এজেন্ট নেই। প্রিজাইডিং অফিসারের কাছে বসে রয়েছেন নৌকার সমর্থক একটি গ্রুপ।
এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোট দিতে যাওয়া শত শত মানুষ কেন্দ্রে প্রবেশ না করে অদূরে দাঁড়িয়ে রয়েছে।
খবর২৪ঘণ্টা/জেএন