খবর২৪ঘণ্টা ডেস্ক: যশোর কোতোয়ালি থানা পুলিশ অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ‘ডাকাতির প্রস্তুতিকালে নিজেদের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হতে পারে।’
জানা গেছে, বুধবার ভোরে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকা থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখানে তিনটি হাঁসুয়া, একটি করাত, কিছু দড়ি ও এক জোড়া স্যান্ডেল পাওয়া যায়।
যশোর কোতোয়ালি থানার এসআই কাইয়ুম মুন্সী বলেন, ‘রাত ২ টা ৫৫ মিনিটে টেলিফোনে খবর পাই, কানাইতলা যাত্রী ছাউনির পাশে ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এরপর ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ পড়ে থাকতে দেখি। পাশেই হাঁসুয়া, করাত, কিছু রশি ও স্যান্ডেল ছিল। এগুলো উদ্ধার করে লাশ হাসপাতালে রেখে আসি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে নিজেদের মধ্যে দ্বন্দ্বে গোলাগুলিতে তাদের মৃত্যু হতে পারে।’ যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।’
নিহত দুজনের মধ্যে একজনের পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং অপরজনের পরনে কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি ছিল।
খবর২৪ঘণ্টা.কম/জেএন