1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ময়লা-আবর্জনায় নষ্ট হচ্ছে রাজশাহীর রাস্তার সোন্দর্য! - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ময়লা-আবর্জনায় নষ্ট হচ্ছে রাজশাহীর রাস্তার সোন্দর্য!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মারচ, ২০২১
নতুন তৈরি হওয়া রাস্তায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা

দেশের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতায় শিক্ষানগরী রাজশাহীর সুনাম রয়েছে। নগরীর রাস্তাঘাটগুলো অত্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন। অন্য জেলা থেকে আসা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে নগরটি। কিন্ত নগরের কিছু কিছু জায়গায় অপরিকল্পিতভাবে বাসা-বাড়ির ময়লা-আবর্জনা ফেলায় সেই রাস্তার সোন্দর্য নষ্ট হচ্ছে। তারমধ্যে অন্যতম হচ্ছে, নগরীর কোর্ট স্টেশনের সামনের নতুন তৈরি করা রাস্তা। পাশপাশি সেই ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে। এতে পথচারীদের চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সাথে যানবাহন চলাচলেও কিছুটা সমস্যা হচ্ছে। বিশেষ করে ছোট ছোট যানবহান অটোরিকক্সা ও মোটরসাইকেল চলাচলে দুর্ঘটনারও সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, জায়গার অভাবের কারণে কিছু জায়গায় এমন হচ্ছে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ হলে এ সমস্যা থাকবেনা আর।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত নতুন যে রাস্তাটি তৈরি করা হয়েছে সেই রাস্তার কোর্ট স্টেশনের সামনের রাস্তায় (২ নং ওয়ার্ড) অর্ধেক দখল করে ময়লা আবর্জনা ফেলা হয়। বাসা-বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসা ময়লা-আবর্জনা ঝকঝকে রাস্তার উপর ফেলা হয়। প্রতিদিন এ রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এ কারণে রাস্তাটির সোন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমনি পথচারী চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রায় অর্ধেক রাস্তা ও ফুটপাতের উপর ময়লাগুলো ফেলা হয়। দুর্গন্ধ ছড়ানোর কারণে বেশি সমস্যা হয় পথচারীদের। ওই রাস্তা দিয়ে কোন পথচারীকে চলাচল করতে হলে নাক ধরে অথবা দৌড়ে পার হতে হয়। এ নিয়ে পথচারী ও স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে একব্যক্তি বলেন, নতুন তৈরি হওয়া এ রাস্তাটি দেখতে অনেক সুন্দর লাগে। কিন্ত ময়লা-আবর্জনা ফেলার কারণে রাস্তার সোন্দর্য নষ্ট হচ্ছে। পাশাপাশি দুর্গন্ধ ছড়ানোর কারণে পথচারী চলাচলেও সমস্যা হয়। সায়েম নামের এক পথচারী বলেন, ময়লা-আবর্জনা পড়ে থাকার কারণে রাস্তার সোন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। আবার চলাচল করতেও সমস্যা হয়। রাস্তায় না ফেলে অন্য কোন স্থানে ফেলার ব্যবস্থা করলে রাস্তার সোন্দর্য ঠিক থাকবে এবং দুর্গন্ধও ছড়াবে না। অনেকের পক্ষ থেকেই এমন মন্তব্য করা হয়। রোববার দুপুরে সেখানে ময়লা ফেলা একব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন, আমাদের এখানে ফেলার জন্য বলা হয়েছে তাই ফেলা। অন্য কোন জায়গা নেই। পরে আবার ময়লা-আবর্জনাগুলো এখান থেকে নিয়ে চলে

যাওয়া হয় কর্পোরেশনের গাড়ীতে করে। আমাদের না ফেলেতো উপায় নেই। এ সময়ই নয় আগে থেকেই এই রাস্তার উপর ও ফুটপাতে ময়লা ফেলা হতো। ওই জায়গা ছাড়াও নগরের অন্য বেশ কয়েক জায়গায় রাস্তার উপরেই ময়লা ফেলা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার বলেন, জায়গা না থাকার কারণে সেখানে ময়লা ফেলা হচ্ছে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ হয়ে গেলে আর সমস্যা থাকবেনা। যত দ্রæত সম্ভব তা নির্মাণ করা হবে।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে ১৭৩ কোটি টাকার

প্রকল্পের আওতায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কটি ৩০ ফুট থেকে ৮০ ফুটে উন্নীত করা হয়। সড়কের দুই পাশে ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হয়েছে। এ ছাড়া সড়কটিতে বাইসাইকেল লেন নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আইল্যান্ড। সবুজায়নের জন্য আইল্যান্ডে ইতোমধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে। আলোকায়নের জন্য সড়ক আইল্যান্ডে বাসনো হয়েছে দৃষ্টিনন্দন লাইট ও পোল।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST