ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মাইক্রোবাসচাপায় নিহত ১

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৬, ২০১৭ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় মাইক্রোবাসচাপায় তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজা খাতুন উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা এখলাছ উদ্দিনের মেয়ে ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইক্রোবাসটির মালিক মহব্বত আলী পারিবারিক সম্পর্কে নিহত শিশুর দাদা ছিলেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।