খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ময়মনসিংহ নগরীর কালিবাড়ি এলাকায় ট্রাক চাপায় শান্ত (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (০৪ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ত্রিশাল উপজেলার আব্দুল কাদিরের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, থানাঘাটের দিকে আসার সময় মোটরসাইকেল আরোহী শান্তকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ