1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ম্যান সিটিকে লিগ চ্যাম্পিয়ন করল রেড ডেভিলসরা - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০:০৪ পূর্বাহ্ন

ম্যান সিটিকে লিগ চ্যাম্পিয়ন করল রেড ডেভিলসরা

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: কারও সর্বনাশে কারও পৌষ মাস৷ বাংলা প্রবাদটা যথার্থতা পেল ইংলিশ প্রিমিয়র লিগে৷ পয়েন্ট টেবিলের লাস্ট বয় ওয়েস্ট ব্রমউইচের কাছে হেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লিগ চ্যাম্পিয়ন করে দিল ম্যাঞ্চেস্টার সিটিকে৷

এমনিতে সিটির ইংলিশ প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হওয়া কেবল সময়ের অপেক্ষা ছিল৷ তবু প্রত্যাশিত সময়ের আগেই গুয়ার্দিওলাদের প্রতীক্ষার অবসান ঘটাল রেড ডেভিলসরা৷ ব্রমউইচের কাছে হারের পর দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লিগের বাকি সবক’টি ম্যাচ জিতলেও আর ম্যান সিটিকে ছোঁয়া সম্ভব নয়৷

শেষ রাউন্ডে টটেনহ্যামকে ৩-১ গোলে পরাস্ত করে লিগ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ম্যন সিটি৷ ইউনাইটেডের থেকে তাদের ব্যবধানের নিরিখে চ্যাম্পিয়ন হতে গুয়ার্দিওলাদের প্রয়োজন ছিল ৯০ পয়েন্ট৷ ৩৩ রাউন্ডের শেষে সিটির সংগ্রহ ৮৭ পয়েন্ট৷ অর্থাৎ আর একটা ম্যাচ জিতলেএই ইপিএলের ট্রফি ঘরে তুলত তারা৷ ইউনাইটেডের অবাক হারে তার আর প্রয়োজন পড়বে না৷ ওয়েস্ট ব্রমউইচের কাছে হারের পর ৩৩ ম্যাচে মোরিনহোদের খাতায় রয়েছে ৭১ পয়েন্ট৷ ৩৮ রাউন্ডের পর কোনওভাবেই ৮৭ পয়েন্টে পৌঁছনো আর সম্ভব নয় রেড ডেভিলসদের পক্ষে৷ সুতরাং বাকি সবক’টি ম্যাচ হারলেও সিটির লিগ খেতাব নিরাপদ৷

ঘরের মাঠে অবনমনের আওতায় থাকা ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে হাল্কাভাবে নেওয়ার মাশুল দিতে হয় ইউনাইটেডকে৷ ম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটিকে পরাজিত করার আত্মতুষ্টিটাই এক্ষেত্রে পতনের মূল কারণ হয়ে দেখা দেয়৷

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে৷ যদিও দু’দলই একটি করে গোলের সুযোগ তৈরি করেছিল৷ দ্বিতীয়ার্ধে অ্যান্থনী ও লিংগার্ডকে পরিবর্ত হিসাবে মাঠে নামিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করেন মোরিনহো৷ তবে সুযোগ সন্ধানী রডরিগেজ ম্যাচের ৭৩ মিনিটে মোক্ষম আঘাত হানেন ইউনাইটেড শিবিরে৷ ওয়েস্ট ব্রমউইচের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রিটিশ স্ট্রাইকার৷ বাকি সময়টা রক্ষণে জোর জিতে রেড ডেভিলসদের কাছ থেকে মহার্ঘ্য পয়েন্ট ছিনিয়ে নিয়ে যায় ব্রমউইচ৷ একই সঙ্গে সিটির খেতবা জয়ে সিলমোহর পড়ে যায়৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST