ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

মোহালিতে রোহিতের বিশ্বরেকর্ড

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৩, ২০১৭ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ করলেন রোহিত শর্মা। ২০৯, ২৬৪ এরপর আজ ২০৮*। দলনেতার ব্যাটে ধর্মশালার লজ্জা ঢাকল ভারত। রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে মোহালিতে ৩৯২ রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ওয়ানডে ক্রিকেটে এ দিন ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরিটি করেন রোহিত। ১১৫ বলে ৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে শতরান পূর্ণ করেন তিনি। তারপর মোহালিতে শুধুই রোহিত শো।

ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানে গুটিয়ে যায় বিরাটহীন ভারত। হাসতে হাসতে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে যায় মাস তিনেক আগে ঘরের মাঠে ভারতের কাছে ৯-০ পর্যুদস্ত হওয়া লঙ্কাবাহিনী। কিন্তু মোহালিতে বিপরীত চিত্র। ধর্মশালার মতো এখানেও শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্যাট করেত পাঠায়।

কিন্তু প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করেনি টিম ইন্ডিয়ার দুই ওপেনার। শিখর ধাওয়ান ও রোহিত ওপেনিং জুটিতে ১১৫ রান যোগ করে ভারতীয় ইনিংসের ভিত মজবুত করেন। সেই ভিতে ইমারত গড়েন ক্যাপ্টেন নিজেই। ১৫৩ বলে ১২টি ছক্কা ও ১৩টি বাউন্ডারির সাহায্যে ২০৮ রানে অপরাজিত থাকেন রোহিত।

ধাওয়ান ৬৮ রানের ধামাকাধার ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেও দুরন্ত সেঞ্চুরি আসে রোহিতের ব্যাট থেকে। মোহালিতে এ দিন টিম ইন্ডিয়া তাদের দু’টি মাইলস্টোন টপকে যায়। ভারত অধিনায়ক হিসেবে রোহিত টপকে যান বিরাট কোহলিকে। ক্যাপ্টেন হিসেবে কোহলি সর্বোচ্চ ১৩৮ রান করেছিলেন রাঁচিতে। পাশাপাশি মোহালিতে সর্বোচ্চ স্কোর করল ভারত। এর আগে মোহালিতে ভারতের সর্বোচ্চ রান ছিল পাকিস্তানের বিপক্ষে ৩২১ রান।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।