1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মোহনপুরে শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০:০৪ পূর্বাহ্ন

মোহনপুরে শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্ুয়ারী, ২০২২

রাজশাহীর মোহনপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) অপহরণের পর ধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ ।

সোমবার (৭ই ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বাকশিমইল এলাকা থেকে তাদের আটক করা হয়। অপহরণের ৪৮ ঘন্টা পর সোমবার(৭ই ফেব্রুয়ারি) রাজশাহী শহর থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন ধর্ষণের সহযোগী আশরাফুল ইসলাম বাবু (৪৪) ও মোক্তার হোসেন (৩৫)।

ওই স্কুলছাত্রীর মা জানান, প্রাইভেট থেকে আসা-যাওয়ার পথে তার মেয়েকে উপজেলার নওনগর গ্রামের শামসুল প্রামানিকের বিবাহ ছেলে ইমরান প্রামানিক (৪০), গ্রেপ্তারকৃত আসামি আশরাফুল ইসলাম ও মোক্তার হোসেনের সহযোগিতায় উত্ত্যক্ত করতো। গত ৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টার দিকে প্রাইভেট থেকে বাড়ি ফেরার সময় ইমরান প্রামানিক ও তার লোকজন আশরাফুল ইসলাম বাবু ও মোক্তার হোসেন আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে রাজশাহী শহরে রেখে আমার মেয়েকে ধর্ষণ করে ইমরান প্রামানিক ।
এ ঘটনায় সোমবার রাতে মোহনপুর থানায় ইমরানসহ তিনজনকে আসামি করে মামলা করা হয় ।

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মুল আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসিতে) পাঠানো হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST