নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে মিরাজ (২৫) নামের ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। রোববার বেলা ১১টার দিকে জাহানাবাদের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তি আ’লীগের সমর্থক বলে দাবি করেছে আ’লীগ। তবে বিএনপির নেতাকর্মীরা দাবি করেছে মিরাজ বিএনপির সমর্থক। জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে জাহানাবাদ ইউনিয়নের পাকুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে দ্ইু পক্ষের মধ্যে
সংঘর্ষ হয়। সংঘর্ষে লাঠির আঘাতে মিরাজের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে সেখানে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে কথা বলতে মোহনপুর থানার ওসির মোবাইলে কল দিলে তিনি ব্যস্ত আছি বলে সংযোগ কেটে দেন। এদিকে, রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান বলেন, নিহত মিরাজ আ’লীগ সমর্থক। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর