নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কামারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আব্বাস আলী (৪৫) নওগাঁর মান্দা উপজেলার শ্যামপুর গ্রামের তছির আলীর ছেলে।
মোহনপুর থানার ওসি এসএম আবুল কাশেম আজাদ জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কের কামারপাড়া মোড়ে নিহত ভ্যানচালক আব্বাস আলী পূর্ব পাশে দাঁড়িয়ে যাত্রীর কাছ থেকে ভাড়া নিচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে আসা রাজশাহীগামী পাথরবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৪৯২১) পেছন থেকে ভ্যানের ওপর তুলে দেয়। এর ফলে ঘটনাস্থলেই আব্বাস আলী নিহত হন।
এরপর স্থানীয়রা ছুটে এসে ট্রাকচালক রাজশাহী নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকার নূর হোসেনের ছেলে সেলিম রেজাকে (৪০) আটক করে। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে ভাঙচুর চালায় এবং মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত ভ্যানচালকের লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন