ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

মোহনপুরে চৌলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin
নভেম্বর ২৭, ২০১৭ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা মাদকদ্রব্যে অভিযান কালে ১৪ লিটার চৌলাইমদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা এস আই ওসমান গনি নেতৃত্বে উপজেলা খাঁড়ইল গ্রামে ওয়াজেদ আলী ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং নওগাঁ জেলার মান্দা উপজেলা বারিল্লা গ্রামের শুকুর আলী ছেলে হুমায়ন করিব (২৫) কে ১৪ লিটার চৌলাইমদসহ গ্রেপ্তার করেন। মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এস.এম আবুল কাশেম আজাদ জানান, মাদকদ্রব্যে আইনে তাদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

খবর২৪ ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।