1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘মোদিকে খুশি করতেই ব্যস্ত ইমরান খান’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

‘মোদিকে খুশি করতেই ব্যস্ত ইমরান খান’

  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের ওপর থেকে মোদি সরকার বিশেষ মর্যাদাসম্পন্ন ৩৭০ ধারাটি তুলে নেয়ার পর থেকে এ নিয়ে সোচ্চার রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এ নিয়ে বিশ্বনেতাদের সমর্থন আদায়ের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিষোদগার করে একাধিক টুইট করেছেন। আর তার সাবেক স্ত্রী রেহাম খান কিনা বলছেন, ইমরান খানের জন্যই আজ কাশ্মীর বিক্রি হয়ে গিয়েছে। তার আরো অভিযোগ, ইমরান এখন নাকি লোক দেখাতে এসব আন্তর্জাতিক দেন দরবার করছেন। তিনি আসলে সারাক্ষণ মোদিকে খুশি করতেই ব্যস্ত ছিলেন।

পেশায় সাংবাদিক রেহাম খান সম্প্রতি পাকিস্তানবাসীর উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘কাশ্মীর বনেগা পাকিস্তান, ছোটবেলা থেকে এটাই শিখেছি। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে, কাশ্মীর বিক্রি হয়ে গিয়েছে।’

রেহাম খানের দাবি, ভারত সরকার যে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করতে চলেছে বিষয়টা ইমরান খান আগে থেকেই জানতেন। তা ভাষায়, ‘গত ৫ আগস্ট ভারত সরকারের এই ঘোষণাটি আমার টিমের এক কাশ্মীরি ভাই আমাকে ফোন করেন। বলেন, ম্যাডাম আপনার কথাই সত্যি হল। আমি তাকে বলি, প্রার্থনা করুন, এ ভাবে যেন আমার কথা সত্যি না হয়।’

এর পরেই উপত্যকার বর্তমান পরিস্থতির জন্য ইমরান খানের অদূরদর্শিতাকে দোষারোপ করেন রেহাম। তিনি বলেন, ‘কাশ্মীর নিয়ে কিছু একটা হতে চলেছে, তা গত বছর আগস্টেই জানিয়েছিলাম আমি। বিপুল ভোটে ক্ষমতায় ফিরেছেন নরেন্দ্র মোদি। তার জোরেই ৩৭০ ধারা বিলোপ করতে চলেছেন তিনি। কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী ইমরান খান কী করলেন? কাশ্মীর নীতি নিয়ে কথা বলতে উঠে জানিয়ে দিলেন, পুলওয়ামা হামলার পর এমন কিছু একটা ঘটতে চলেছে তা জানতেন তিনি।’

এ নিয়ে ইমরান খানের প্রতি রেহাম খানের প্রশ্ন, ‘আপনি যখন বিষয়টা জানতেনই, তখন মোদির দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছিলেন কেন? তাকে মিস কলই বা কেন দিচ্ছিলেন? সব কিছু জেনেশুনেও কিছু করতে না পারার অর্থ হচ্ছে হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই ইমরান খানের অথবা তিনি অত্যন্ত দুর্বল।’

ইমরান খানের বিরুদ্ধে তার সাবেক স্ত্রীর এসব অভিযোগ কেনো নতুন ঘটনা নয়। এর আগেও একাধিকবার ইমরান খানের বিরুদ্ধে নানা কুৎসা ছড়িয়েছেন রেহাম। তিনি একবার ইমরানের বিরুদ্ধে যৌন নির্যাতনেরও অভিযোগ এনেছিলেন। পাকিস্তানে সাধারণ নির্বাচনে জয় পাওয়ার পর তার অভিযোগ ছিলো, ইমরান খান কারচুপি করে ভোটে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। এবার তিনি পাকিস্তান সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাশ্মীর ইস্যুটি নিয়ে নতুন করে ইমরানকে আক্রমণ করলেন। তবে তার এই অভিযোগ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসলামাবাদ।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ জানুয়ারি রেহাম খানের সঙ্গে বিয়ে হওয়ার কথা ঘোষণা করেছিলেন ইমরান খান। কিন্তু সে বছরের ৩০ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদ হয়। তার পর থেকে সুযোগ পেলেই ইমরান খানকে আক্রমণ করে চলেছেন রেহাম খান।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST