খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাটে মিনিবাস ও মোটরসাইকেল সংঘর্ষে নাছের উদ্দিন (৪০) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছের উদ্দিন বোয়ালখালী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি গোমদণ্ডী ইউনিয়নের আতাউর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, রাতে শহর থেকে বাড়ি ফেরার সময় কালুরঘাটে মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাছের। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘন্টা/নই