খবর২৪ঘণ্টা ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ছয় বছরের শিশু মেয়েকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ওই বাবাকে গ্রেফতার করেছে। তার নাম রফিকুল ইসলাম আর শিশুটির নাম মনিরা খাতুন। রবিবার শিশুটিকে হত্যার পর লাশ ঘরের ভিতর খাটের নিচে একটি পাতিলে লুকিয়ে রাখে। সন্ধ্যায় পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার বাবাকে গতকাল ভোরে গ্রেফতার করা হয়। গতকালই তিনি স্বীকারোত্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ ও
স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখ এলাকার ইয়াসিনের বাড়িতে মনিরার বাবা-মা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। মনিরার মা নাসরিন রবিবার বিকালে কারখানা থেকে বাড়িতে ফিরে মেয়ে এবং স্বামীকে না পেয়ে বিষয়টি শ্রীপুর থানায় জানান। পুলিশ তার স্বামীকে ফোন করলে শিশুটিকে হত্যার কথা জানায়। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে তল্লাশি করে ঘরের খাটের নিচে পাতিলের ভিতর থেকে মনিরার লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, গতকাল রফিকুলকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. শামীমা খাতুনের আদালতে নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে তার মেয়েকে হত্যা করার কথা স্বীকার করেছেন।
নিহত শিশু মনিরা খাতুন শ্রীপুরের স্থানীয় হাজী মোহাম্মদ আলী প্রি-ক্যাডেট স্কুলের প্লে শ্রেণির ছাত্রী ছিল।
খবর২৪ঘণ্টা, জেএন