খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকা-৭ আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মোস্তফা মহসিন মন্টুর ভোটার স্লিপ বিতরণ করতে গতকাল বংশালের বাঘডাসা লেনে গিয়েছিলেন দুই তরুনি। এ সময় ছাত্রলীগ যুবলীগের কর্মীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে মোস্তফা মহসিন মন্টু পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু পুলিশ তাদের ছাড়েনি।
সন্ধ্যার পর মেয়ে দু’টির মা তাদের ছাড়িয়ে আনতে থানায় গিয়ে মিনতি করতে থাকেন। এক পর্যায়ে তাকেও আটক করে পুলিশ। রাতভর তারা কাটান থানা হাজতে। মন্টুর নির্বাচনী কর্মকর্তা কাজী হাবিব জানান, (আজ শনিবার) এখন পর্যন্ত তাদের ছাড়েনি পুলিশ।
খবর২৪ঘণ্টা/জেএন