রেলওয়ে ওভারপাস ভেঙ্গে পরে ২৩ জন নিহত হয়েছেন মেক্সিকোতে। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৬৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, ঘটনার দিন রাত সাড়ে ১০টায় শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অলিভোস স্টেশনের কাছাকাছি একটি রেলওয়ে ওভারপাস ভেঙে পরে। এসময় একটি ট্রেন ছিল ওভারপাসের ওপরেই। এটির কয়েকটি বগিও আছড়ে পরে নিচে। এগুলো পরে কিছু গাড়ির ওপরে।
স্থানীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ওভারপাস ভেঙে ট্রেন পড়ার সঙ্গে সঙ্গে সেখানে ধূলির মেঘ সৃষ্টি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শুরুর কিছু সময় পর বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় সাময়িকভাবে তৎপরতা বন্ধ রাখা হয়েছে। তারা আশঙ্কা করছেন যে, ট্রেনের আরও কয়েকটি অংশ ও ভাঙা টুকরো রাস্তায় আছড়ে পড়তে পারে। বর্তমানে ট্রেনের অন্তত দুটি বগি ভেঙে পড়া ওভারপাস থেকে ঝুলে রয়েছে।
জেএন