চতুর্থ দিনের শুরুতেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারের ১৪ তম হাফ সেঞ্চুরি পান মুমিনুল। ৩১ রান নিয়ে দিন শুরু করেছিলেন তিনি। তার হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ আড়াইশ রানের লিড পার করেছে।
মুশফিকুর রহীমকে সঙ্গে নিয়ে মুমিনুল হক চতুর্থ দিনের সকালে পৌনে এক ঘণ্টা ভালোভাবেই কাটিয়ে দেন। কিন্তু রাহকিম কর্নওয়ালের একটি বল মিস করে এলবিডব্লিউ হন মুশফিক। রিভিউ নিলেও তা কোনও কোনও কাজে আসেনি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ১৮ রান। চতুর্থ উইকেটে মুশফিক-মুমিনুলের জুটিটি ছিল ৪০ রানের।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯;
দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ: ৩২ ওভারে ৯৪/৪ (লিটন দাস ১৩*, মুমিনুল ৫৬*)
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩০ রানের জবাবে ২৫৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১৭১ রানের বড় লিড নিয়েই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।
জেএন