জেলা প্রতিনিধিঃমুন্সিগঞ্জে প্রশ্ন ফাঁসের অভিযোগে আট জনকে আটক করেছে পুলিশ।
দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রশ্ন ফাঁস হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, প্রথমে বাংলা ও পরে বুধবারের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। এসব ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজনই সরকারি হরগঙ্গা কলেজের স্নাতক শ্রেণির ছাত্র।
জেলার ৬০৫টি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বার্ষিক পরীক্ষা শুরু হয়। তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সদর উপজেলার ১১৯টি বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, নতুন কমিটি করে নতুন প্রশ্নপত্রে পরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে বলে তিনি জানান।
কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা শিক্ষা কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ