খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর এখনো গণহত্যা চালানো হচ্ছে বলে দাবি করেছে জাতিসংঘ। বিশ্বের সর্বোচ্চ এই সংস্থার তদন্তকারীরা বলছেন, এর মধ্য দিয়ে মিয়ানমারের সরকার বুঝিয়ে দিচ্ছে যে, সম্পূর্ণ কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের কোন আগ্রহ নেই। বুধবার জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসম্যান এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, হাজার হাজার রোহিঙ্গা এখনো বাংলাদেশে পালিয়ে আসছে।
ক্লিয়ারেন্স অপারেশনের পর এখনো রাখাইনে আড়াই লাখ থেকে ৪ লাখ রোহিঙ্গা রয়েছে বলে বিভিন্ন জরিপে বলা হয়েছে। কিন্তু তাদের ওপরেও কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। চালানো হচ্ছে দমন-পীড়ন। এটি অব্যাহত গণহত্যা যা এই মূহুর্তেও চলছে। রাখাইনে এখনো গণহত্যার সব বৈশিষ্টই বিদ্যমান রয়েছে।
এদিকে, জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত হাউ দো সুয়ান ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এই বক্তব্যকে ত্রুটিপূর্ণ, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, মিয়ানমার গণহত্যার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখান করছে।
খবর২৪ঘন্টা / সিহাব