1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের আদেশ প্রদান শুরু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের আদেশ প্রদান শুরু

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

খবর২৪ঘণ্টা  ডেস্ক: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় গাম্বিয়ার আহ্বান করা অন্তর্বর্তী পদক্ষেপ নিয়ে আদেশ প্রদান শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদেশ পড়ছেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকাবি আহমেদ ইউসুফ। রোহিঙ্গাদের সুরক্ষায় গাম্বিয়া এক আবেদনে আইসিজের কাছে মিয়ানমারের বিরুদ্ধে বেশকিছু আদেশ জারির আহ্বান জানিয়েছে। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সকল ধরণের গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করা, সামরিক বাহিনী যেন এমন কোনো কর্মকাণ্ড করতে না পারে তা নিশ্চিৎ করা, গণহত্যা সংশ্লিষ্ট কোনো প্রমাণ ধ্বংস না করা।

উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সেদেশের সেনাবাহিনী নির্মম নৃশংসতা চালায়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সে অবস্থা এখনও বিদ্যমান। এই নৃশংসতা বন্ধের জন্য অন্তর্বর্তী একটি আদেশ চেয়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া।  ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসির পক্ষে করা এই মামলায় হেগে অবস্থিত আইসিজেতে আসামীর কাঠগড়ায় দাঁড়ান মিয়ানমারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচি। এক সময় তাকে মানবতার, গণতন্ত্রের প্রতীক হিসেবে গণ্য করা হলেও তিনি সেনাবাহিনীর নৃশংসতার পক্ষে ওই আদালতে সাফাই গান।

তিন দিন আদালতে এ বিষয়ে শুনানি হয়। এরপর আজ ২৩ জানুয়ারিকে রায় ঘোষণার জন্য দিন ধার্য্য করে।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST