খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সালমন খানের বিপরীতে নাকি অভিনয় করবেন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার। সালমান খান ফিল্ম প্রোডাকশনের তরফেই নাকি বলিউডে লঞ্চ করানো হবে তাঁকে। বলিউডলাইফ ডট কম-এর তরফে এমন খবরই প্রকাশ করা হয়েছে। তবে খোদ সলমনের বিপরীতে মানুষীকে দেখা যাবে, নাকি তাঁর প্রডাকশনের তরফে অন্য কোনও অভিনেতার বিপরীতে তাঁকে দেখা যাবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
তবে ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে জারিন খান কিংবা ডেইজি শাহ কিং আথিয়া শেঠি কিংবা সুরজ পাঞ্চলি, বলিউডের একাধিক নতুন মুখকে লঞ্চ করিয়েছেন সলমন খান। এবার কি তাহলে মানুষীর পালা?
মিস ওয়ার্ল্ডের মুকুট পরার পর সবে সবে দেশের ফিরেছেন হরিয়ানার মেয়ে মানুষী চিল্লার। মিস ওয়ার্ল্ডের খেয়াব জয়ের পরও ডাক্তারিতে বেশ আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তিনি।শুধু তাই নয়, কখনও সুযোগ পেলে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে অভিনয় করতে চান বলে জানিয়েছেন মানুষী। পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া তাঁর পছন্দের নায়িকা বলে জানিয়েছেন মিস ওয়ার্ল্ড। কিন্তু এবার আমির নয়, সলমনের বিপরীতেই দেখা যেতে পারে মিস ওয়ার্ল্ডকে।
খবর২৪ঘণ্টা.কম/জন